কোপা আমেরিকার কোন পুরস্কার জিতল কারা?
কোপা আমেরিকা ২০২৪ এর শিরোপাটা জিতল আর্জেন্টিনাই। টানা দুই শিরোপা জিতে বনে গেছে প্রতিযোগিতার রেকর্ডসংখ্যক শিরোপার মালিক।
এই টুর্নামেন্ট থেকে খালি হাতে যাচ্ছে না কলম্বিয়াও। রানার্স আপের পুরস্কারের সঙ্গে ফেয়ারপ্লে ট্রফিটাও নিয়ে যাচ্ছে দলটা।
সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ওই দল থেকেই। কলম্বিয়াকে ২৩ বছর পর ফাইনালে আনার নায়ক হামেস রদ্রিগেজ বনেছেন সেরা খেলোয়াড়।
সর্বোচ্চ গোলদাতা আর সেরা গোলরক্ষকের পুরস্কারটা অবশ্য আর্জেন্টিনাতেই যাচ্ছে। দুই মার্তিনেজ জিতেছেন পুরস্কারদুটো।
৫ গোল করে লাওতারো মার্তিনেজ জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। আর পুরো টুর্নামেন্টে ১ গোল হজম করে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বনে গেছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।
এক নজরে কোপা আমেরিকা-২০২৪
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা
রানার্স-আপ: কলম্বিয়া
তৃতীয়: উরুগুয়ে
ফেয়ার প্লে: কলম্বিয়া
টুর্নামেন্ট সেরা ফুটবলার: হামেস রদ্রিগেজ
গোল্ডেন বুট: লাওতারো মার্টিনেজ (৫ গোল)
সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ