এই জীবনে ফুটবলে আর দেখার কিছু নেই

এই জীবনে ফুটবলে আর দেখার কিছু নেই

কোপা আমেরিকার ফাইনালে আরও একবার বিজয়ীর হাসি হেসেছে আর্জেন্টিনা। আকাশী সাদাদের পাঁড় ভক্ত মাশরাফি বিন মুর্তজাও তাতে ভেসেছেন পরমানন্দে। ম্যাচ শেষে আবেগমাখা এক পোস্ট দিয়েছেন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে তিনি যা লিখেছেন, তা স্পোর্টস বাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো–

মাশরাফি বিন মর্তুজা

আর কিছু জিততে দেখার বাকি নাই, সত্যিই নাই। আজ প্রথম কোপার একটা ম্যাচ দেখলাম তাও হাফ টাইম, ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। পরে হুমায়রা ডেকে দিলে শেষ অর্ধেক দেখেছি। আসলেই বিশ্বকাপ জিতার পর সব চাওয়া ওখানেই শেষ হয়ে গেছে, ঐ কাপটাই একবার জেতা দেখতে চেয়েছিলাম। 

আজ অবশ্য ডি মারিয়ার জন্য জয়টা দরকার ছিলো। পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতারো এই কোপায় সর্বোচ্চ গোল করে ফেললো, তাও ফাইনালসহ যেখানে আবার মেসি নেই। আর্জেন্টিনা এখন মেসিবিহীনও দারুণ দল সেটা আবারও করে দেখালো।

লিও এ পৃথিবীর সম্ভবত সব পাওয়া একজন মানুষ। সেটা আজ আরও একটু ভারি হলো। স্কালোনি এখন পকেটে কয়েক কোটি ডলারের অফার নিয়ে ঘুমাতে যায়। তরুণ খেলোয়ার গুলো তো এই বয়সেই প্রায় সব জিতে নিলো। আর,আনহেল দি মারিয়া আপনাকে আবারও কুর্নিশ। আপনার জন্মই হয়েছে সব সময়ই বড় ম্যাচের জন্য। আপনার বিদায় এ ভাবেই হওয়া উচিত ছিলো।

ভামোস আর্জেন্টিনা। তোমরা যা দেখিয়েছো শেষ তিন বছরে, তাতে আমার এই জীবনে ফুটবল থেকে আর কিছু দেখার নাই।

সম্পর্কিত খবর