ইউরোর পুরস্কারগুলো গেল যাদের হাতে
কোপা আমেরিকার ফাইনালের আগেই এবার মাঠে গড়িয়েছে ইউরো ২০২৪ এর ফাইনাল। সে ফাইনালে শেষ হাসি হেসেছে স্পেন। ইংল্যান্ডকে হারিয়েছে ২-১ গোলে।
১২ বছর পর আবারও শিরোপা জিতেছে লা ফিউরিয়া রোহারা। তাতে রেকর্ডও গড়ে ফেলেছে দলটা। প্রথম দল হিসেবে ৪ বার এই শিরোপা ঘরে তুলেছে দলটা।
স্পেন যে ফুটবল খেলেছে, তাতে বাকি সব স্বীকৃতিও গেছে তাদেরই ঘরে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রদ্রি এর্নান্দেজ।
স্পেনের হয়ে এবারে আসরের সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ফাইনালেও ছিলেন। তবে চোট নিয়ে তাকে মাঠ ছাড়তে হয় ম্যাচের শুরুর অর্ধেই। তবে তার দল জিতেছে ঠিকই।
ম্যাচ শেষ হতে নিজেও স্বীকৃতিটা পেয়ে গেলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বনে গেলেন তিনি।
টুর্নামেন্টের সেরা তরুণের পুরস্কারও উঠেছে স্পেনেরই একজনের হাতে। ১৭ বছর বয়সী ইয়ামাল বনে গেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।
এদিকে এক পর এক রেকর্ড গড়া ইয়ামাল এই আসরে একটি গোল ছাড়াও করেছেন চারটি অ্যাসিস্ট। এক ইউরোতে এতো অ্যাসিস্ট এর আগে কেউই করেনি।
এক নজরে ইউরো ২০২৪
চ্যাম্পিয়ন– স্পেন
রানার্স আপ– ইংল্যান্ড
ফাইনালের ম্যাচসেরা– নিকো উইলিয়ামস
টুর্নামেন্ট সেরা: রদ্রি
টুর্নামেন্ট সেরা তরুণ: লামিন ইয়ামাল
গোল্ডেন বুট: দানি অলমো, হ্যারি কেইন, কোডি গাকপো, জামাল মুসিয়ালা, জর্জেস মিকাউতাদজে, ইভান শারাঞ্জ