পাকিস্তানের বিপক্ষে ভবিষ্যতেও সিরিজ খেলবে না ভারত
ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব অনেক পুরোনো। প্রতিবেশী দুই দেশের এমন রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। আইসিসি ইভেন্টে দুই দল মুখোমুখি হলেও অনেকদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজে খেলে না তারা। সম্প্রতি কাশ্মিরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার প্রেক্ষিতে আরও একবার চরমে উঠেছে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বন্দ্ব।
কাশ্মিরে সৃষ্ট এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি বলেন, 'আমরা (হামলায়) ক্ষতিগ্রস্তদের পাশেই আছি এবং আমরা এর নিন্দা জানাই। আমাদের সরকার যাই বলুক না কেন, আমরা তাই করব।’
ভবিষ্যতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে, 'সরকারের সিদ্ধান্তের কারণে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না।' যদিও আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবেন বলে জানা তিনি।
প্রসঙ্গত, এই বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যায়নি ভারত। যার কারণে এবারের আসর হয়েছে হাইব্রিড মডেলে। এরপর কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নারী বিশ্বকাপের টিকিট পাওয়া পাকিস্তানও জানিয়ে দিয়েছে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ বিশ্বকাপ খেলতে যাবেনা। সেক্ষেত্রে নারী বিশ্বকাপও আয়োজন করা লাগতে পারে হাইব্রিড মডেলে।