ওপেনারদের ব্যর্থতায় বিজয়ের ওপর বিশ্বাস প্রধান নির্বাচকের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৪১ পিএম | ২৪ এপ্রিল, ২০২৫

চার বছর ধরে টেস্টে জয়হীন জিম্বাবুয়ে। এর মাঝে খেলা দশ টেস্টে হার ৮ ম্যাচেই। সেই জিম্বাবুয়ে বাংলাদেশে খেলতে এসে হারিয়ে দিয়েছে স্বাগতিকদের। ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার। প্রথম ইনিংসে ১৪ করার পর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয় করেছেন ৩৩ রান। আর সাদমান ইসলাম দুই ইনিংসে করেছেন মোট ১৬ রান। আর তাদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে সুযোগ এসেছে এনামুল হক বিজয়ের।

দেশের ক্রিকেটে ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল বিজয়ের। সেই বিজয়ই এখন জাতীয় দল থেকে বাইরে আছেন অনেকদিন। তবে ঘরোয়া ক্রিকেটে সবসময়ই প্রমাণ করে গিয়েছেন নিজেকে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তার ব্যাট থেকে এসেছে ৮৭৪ রান। একমাত্র বাংলাদেশি হিসেবে পূরণ করেছেন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির অর্ধ সেঞ্চুরি। এমন অবিশ্বাস্য ফর্মের পর আবারও ৩ বছর পর টেস্ট দলে সুযোগ পেলেন তিনি।

দ্বিতীয় টেস্টে বিজয়ের সুযোগ পাওয়া নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু বলেন, ‘আমার মনে হয় (ওপেনারদের) যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরণ দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।’

বাংলাদেশের হয়ে টেস্টে বিজয়ের বলার মতো কোনো পারফরম্যান্স নেই। ৫ টেস্টে ১০ ইনিংসে করেছেন মাত্র ১০০ রান। ২০২২ সালে দেশের হয়ে খেলা সর্বশেষ টেস্টে দুই ইনিংসে করেছিলেন ২৭ রান। ঘরোয়া ক্রিকেটের ফর্মটা যদি আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে পারেন তবে বিজয়ের জন্য তো বটেই, দেশের জন্যও তা হবে এক আশীর্বাদ।

খেলার দুনিয়া | ফলো করুন :