ভারতে যাবেন না পাকিস্তানি আরশাদ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৩২ পিএম | ২৪ এপ্রিল, ২০২৫

আগামী ২৪ মে ভারতের মাটিতে হতে যাওয়া জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিকে অংশগ্রহণ করবেন না পাকিস্তানের আরশাদ নাদিম। এমন সময় আরশাদ নিজের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন যখন চিরবৈরী এই দুই দেশের মধ্যকার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগ্রামে গত মঙ্গলবার দুর্বৃত্তদের হাতে পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। এরই মধ্যে ভারতে না যাওয়ার কথা জানালেন নাদিম।

মে মাসে হতে যাওয়া এই প্রতিযোগিতার আয়োজক ভারতের নিরাজ চোপড়া। অবশ্য সেখানে খেলতে না আসর সিদ্ধান্ত নাদিম মঙ্গলবার ওই হামলার কয়েকঘণ্টা আগে নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে আগে থেকেই অন্য এক দেশে খেলতে যাওয়ার কথা দিয়ে ফেলায় ভারতে আসতে পারবেন না। এ বিষয়ে নাদিম জানান ,‘ এনসি ক্লাসিক প্রতিযোগিতা হবে ২৪ মে। তবে ২২ মে কোরিয়ায় চলে যাচ্ছি আমি। ওখানে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেব। এ বছরের অনুশীলন এবং প্রতিযোগিতার সূচি আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে। তাই নতুন কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জায়গা আর নেই।’

অবশ্য নাদিম আসতে চাইলেও উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিক হয়ে ভারতে আসতে পারত কিনা সেটাও একটা বড় বিষয়। কেননা কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে বেশকিছু চুক্তি থেকে তাৎক্ষণিকভাবে সরে আসার ঘোষণা দেয় ভারত। যেখানে আছে ভারতে অবস্থানরত পাকিস্তানের নাগরিকদের পহেলা ম ‘র মধ্যে ভারত ছেড়ে যেতে হবে। নতুন করে পাকিস্তানের নাগরিকদের ভারতে প্রবেশের জন্য ভিসা না দেওয়া পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি বাতিল করেছে ভারত সরকার।

খেলার দুনিয়া | ফলো করুন :