স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা কবে, কখন হবে?

স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা কবে, কখন হবে?

২০২২ সালে ২৮ বছর পর নতুন নাম নিয়ে ফিরে আসে লা ফিনালিসিমা। সে আসরে এই ম্যাচে খেলেছিল আর্জেন্টিনা আর ইতালি।

গত রাতে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতল আজ। তাতেই পরবর্তী ফিনালিসিমার লাইনআপ দাঁড়িয়ে গেছে। ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা আর স্পেন।

উয়েফা আর কনমেবল অঞ্চলের চ্যাম্পিয়নদের এই লড়াই শুরু হয়েছিল ১৯৮৫ সালে। সেবার উরুগুয়েকে ফ্রান্স হারিয়েছিল ২-০ গোলে। এরপর ১৯৯৩ সালে আর্জেন্টিনা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছিল ডেনমার্ককে।

এর ২৮ বছর পর গেল ২০২২ সালে আবার প্রাণ ফিরে পায় এই ট্রফি। এবার আলোচনায় এর ২০২৫ সালের আসরও।

কথাটা সর্বপ্রথম আলোচনায় এনেছেন লামিন ইয়ামাল। তিনি কিছুদিন আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন আগামী বছরের ফিনালিসিমায় মেসিদের বিপক্ষে খেলার। এরপর গেল রাতে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও এই বিষয়ে কথা বলেছেন, শুভকামনা জানিয়েছিলেন আর্জেন্টিনাকে ফিনালিসিমায় আসার জন্য।

এরপর আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পর আবারও এই প্রসঙ্গ এল। কোচ লিওনেল স্কালোনিকে জিজ্ঞেস করা হলো ওই ম্যাচ নিয়ে।

জবাবে তিনি বললেন, ‘এটা খেলা হবে তো? হলে ভালোই হবে। আমার পরিবারের একাংশ স্পেনের, ওই দেশের সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক আছে, ওখানে আমি থাকি, তাদের কোচকেও আমি বেশ করে চিনি। আমি তাদের জয়ের জন্যও বেশ আনন্দিত।’

তবে ফিনালিসিমা নিয়ে আনুষ্ঠানিক কোনো আলাপ এখনও ওঠেনি কনমেবল ও উয়েফার মধ্যে। তবে ধারণা করা হচ্ছে তা মাঠে গড়ালে ২০২৫ সাল নাগাদ মাঠে গড়াবে। আর ভেন্যু হতে পারে ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের কোনো একটি স্টেডিয়াম।

সম্পর্কিত খবর