কোপা আমেরিকা জিতে যত টাকা পেল আর্জেন্টিনা

কোপা আমেরিকা জিতে যত টাকা পেল আর্জেন্টিনা

যেকোনো বড় টুর্নামেন্টের শিরোপা জয় মানেই বড় অঙ্কের অর্থ পুরষ্কার পাওয়া। ক্রিকেটের টুর্নামেন্টগুলোতেই এই অর্থের পরিমাণ ব্যাপক। সেখানে ফুটবলের ক্ষেত্রে এই পুরস্কারের অঙ্কটা আরও কয়েক গুণ বেশি থাকে। গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সুবাদে ভারত আইসিসি থেকে পুরষ্কার হিসেবে পেয়েছিল ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ২৯ কোটি টাকার সমপরিমাণ। এদিকে আজ (সোমবার) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জিতে আর্জেন্টিনা যে পরিমাণ অর্থ পুরষ্কার পেল তার অঙ্কটা প্রায় সাড়ে ছয় গুণ বেশি।

কোপা আমেরিয়া চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার কনমেবল থেকে পাচ্ছে মোট ১ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে এটি প্রায় ১৮৮ কোটি টাকা! অপরদিকে রানার্স-আপ কলম্বিয়া দল পাচ্ছে ৭০ লাখ ডলার (৮২ কোটি টাকারও বেশি)।

এছাড়াও কোপার এবারের আসরে অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্যই ২০ লাখ ডলার বরাদ্দ আছে বলে নিশ্চিত করেছে কনমেবল। পুরো আসরের প্রাইজমানির মোট সংখ্যাটা ৭ কোটি ২০ লাখ ডলার।

অবশ্য ইউরোর প্রাইজমানির তুলনায় কোপার প্রাইজমানি বেশ কম। ইউরোতে রানার্স-আপ ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি সাড়ে ৪২ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ কোটি টাকা। অর্থাৎ, কোপার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল মিলে যা পেয়েছে ইংলিশরা তার চেয়ে বেশি পেয়েছে ১২ লাখ ডলার। এদিকে ইউরোতে জিতে স্পেন পেল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

এদিকে কোপা জিতে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের অনন্য এক রেকর্ডে ভাগ বসাল আর্জেন্টিনা। কোপার এবারের আসর দিয়ে টানা তিনটি বড় শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। যা দক্ষিণ আমেরিকার কোনো দেশ হিসেবে প্রথম। এবং বৈশ্বিকভাবে যেই রেকর্ড কেবল স্পেনের। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপের পর ২০১২ ইউরোটাও জিতেছিল স্প্যানিশরা।

সম্পর্কিত খবর