২৯ এপ্রিল ফাইনালের সেই ১৫ মিনিট
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আলোকস্বল্পতার কারণে অসম্পূর্ণ থেকে যায়। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচ অতিরিক্ত সময়ের প্রথমার্ধ পর্যন্ত চললেও ম্যাচের বাকি ১৫ মিনিট আর সম্ভব হয়নি। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির জরুরি সভায় এই অসমাপ্ত ম্যাচটির ভাগ্য নির্ধারণ হয়।
বাফুফের লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনালের বাকি অংশ আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে—ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, যদি অতিরিক্ত সময়ের ওই ১৫ মিনিটেও ম্যাচের ফল নির্ধারিত না হয়, তবে ম্যাচ টাইব্রেকারে গড়াবে।
ম্যাচটি যেখান থেকে স্থগিত হয়েছিল, সেখান থেকেই আবার শুরু হবে। ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী এমন পরিস্থিতিতে ম্যাচ পুনরায় শুরু হওয়ার নিয়ম রয়েছে। ৭.১ নম্বর ধারা অনুসারে, যদি মাঠ অনুপযোগী হয় বা আলোকস্বল্পতা দেখা দেয়, রেফারি ম্যাচ স্থগিত ঘোষণা করতে পারেন। এবং খেলা আবার শুরু হলে সেটা পূর্বের অবস্থান ও পরিস্থিতি ধরে রেখে করতে হবে।
লিগ কমিটির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটবলের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা যুক্ত হলো, যেখানে ফাইনাল ম্যাচ আলোর অভাবে অসমাপ্ত থেকে গিয়ে এক সপ্তাহ পর আবার শুরু হতে যাচ্ছে। অতীতে ঘরোয়া ক্রিকেট বা হকিতে এমন পরিস্থিতির উদাহরণ থাকলেও, বাংলাদেশের ফুটবলে এটি এক অনন্য নজির।
ম্যাচ স্থগিত হওয়ার পর আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাস দাবি করেছিলেন, বিদ্যমান আলোতেই খেলা চালিয়ে নেওয়া সম্ভব ছিল। তবে রেফারি সায়মন হাসান আলোকস্বল্পতাকে সামনে এনে খেলা বন্ধ ঘোষণা করেন।