সৌম্যের ১৫৩ রানে জয়ে ফিরলো রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে ব্যাটে রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। তবে আজ তিনি রানে ফিরলেন বিধ্বংসী হয়ে। খেললেন ১১২ বলে ১৫৩ রানের অবিশ্বাস্য ইনিংস। আর তাতেই সবার শেষে থেকে সুপার লিগে খেলার সুযোগ পাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ পেল তাদের দ্বিতীয় জয়। মোহামেডানের পর অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১০৩ হারালো সাইফ হাসানের দল।
ডিপিএলের সুপার লিগের তৃতীয় রাউন্ডে আজ বিকেএসপির চার নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ২৩০ রানের বেশি করতে পারেনি অগ্রণী ব্যাংক। আর তাতেই গাজী গ্রুপের বিপক্ষে হারের পর আবারও জয়ে ফিরলো সাইফের দল।
৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অগ্রণী। উদ্বোধনী জুটিতে গড়েছিল ৪৭ রানের জুটি। তবে ১ রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ে চাপ পড়ে তারা। এরপর ইমরুল কায়েস ও শুভাগত হোম হাল ধরেন। গড়েন ৫৪ রানের জুটি। ইমরুল ২৩ ও শুভাগত করেন ৩৯ রান। এরপর মার্শাল আইয়ুব চেষ্টা করেছেন। তবে তা যথেষ্ট ছিল না। আর তাতেই সুপার লিগে টানা তিন হার দেখতে হলো ইমরুলের দলকে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সাইফ হাসান ও তানজিদ তামিমের ৮১ রানের ওপেনিং জুটিতে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকে তারা। তবে তামিমের বিদায়ের পর সাইফও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনই ফিরেছেন ৪৩ রান করে। তবে তাতে রানের চাকা থেমে ছিল না দলটির। মেহেদি মারুফ ও আফিফ হোসেনের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান সৌম্য।
এদিন ৫৮ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সৌম্য। এরপর ধীরে ধীরে রান তোলার গতি বাড়াতে থাকেন। পরের ৩৪ বলেই পূরণ করেন সেঞ্চুরি। ৯২ বলে সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে তার ব্যাট। পরের ২০ বলেই করেছেন ৫৩ রান। তার তাতেই রূপগঞ্জের পুঁজি দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেটে ৩৩৩ রান। আফিফ অপরাজিত ছিলেন ৪৫ বলে ৪৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩৩৩/৩ (সৌম্য সরকার ১৫৩, আফিফ ৪৯)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৩.১ ওভারে ২৩০/১০ ( মার্শাল আইয়ুব ৭৪, শুভাগত ৩৯)
ফল: ১০৩ রানে জয়ী রূপগঞ্জ
ম্যাচসেরা: সৌম্য সরকার