আর্দার গোলে শিরোপার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
আগের ম্যাচে হার দিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান সাতে গিয়ে ঠেকেছিল স্প্যানীশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। তবে আজ বৃহস্পতিবার হেতাফেকে ১-০ গোলে হারিয়ে সেই ব্যবধান কমিয়ে চারে এনেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। রিয়ালের তরুণ তুর্কি আর্দা গুলেরের একমাত্র গোলে শিরোপা দখলে লড়াইয়ে এখনও ঠিকে আছে মাদ্রিস্তারা।
লা লিগায় ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর আজ এ জয়ে সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে কাতালানদের চোখ রাঙাচ্ছে দ্বিতীয়াবস্থানে থাকা রিয়াল। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপে খেলতে পারছেন না। পাশাপাশি জুড বেলিংহাম ও রদ্রিগোকেও এদিন বেঞ্চে বসান রিয়াল কোচ। এই তিনজনের বদলে শুরু থেকে খেলেছেন তিন তরুণ এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।
ফলে নিয়মিত স্কোয়াড না হলেও প্রথমার্ধে দাপট ছিল রিয়ালের। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশ হুমকিতে রাখে তারা। বিপরীতে হেতাফেও ভালোভাবে জবাব দিচ্ছিল রিয়ালকে। তবে সবাইকে চমকে দেন গুলের। তুরস্কের এই তরুণ ২১ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর উভয় দল গোলমুখ দখলের চেষ্টা করলেও আর কেই সফল হয় নি।
শেষদিকে এস বেশকিছু লক্ষ্যভেদী শট করেছিল হেতাফেও। তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাত ফসকে বেরুতে পারেনি একটি বলও। তার নৈপুণ্যও রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে একাধিকবার। যার ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আনচেলত্তির দল।
আগামী ১১ মে বহুলকাঙ্খিত এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। যেখানে হারলে শিরোপা জয়ের স্বপ্ন অধরা রয়ে যাবে রিয়ালের জন্য।