তিন সেঞ্চুরি ও রানোৎসবের ম্যাচে এইচপির বড় জয়

তিন সেঞ্চুরি ও রানোৎসবের ম্যাচে এইচপির বড় জয়

এক ইনিংসে তিন সেঞ্চুরি। সাধারণত টেস্ট ক্রিকেটে এমনটা দেখা যায়। কিন্তু তাই বলে ওয়ানডে ম্যাচে! বিসিবির এইচপি দল এই কৃতিত্ব দেখিয়েছে। বাংলাদেশ টাইগার্সের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে বিসিবির এইচপি দল ৫০ ওভারে ৫ উইকেটে তুলে ৪০৩ রান।

বিশাল এই রান পাহাড়ে চড়ার পথে দলের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার জিসান আলম ও মিডল অর্ডারে অধিনায়ক আফিফ হোসেন এবং আকবর আলী। বড় স্কোরের এই ম্যাচ এইচপি দল বড় ব্যবধানেই জিতেছে। ১৩৭ রানে হারায় তারা বাংলাদেশ টাইগার্সকে। রান তাড়ায় ২৬৬ রানে থেমে যায় টাইর্গাস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বিসিবি এইচপি দলের অধিনায়ক আফিফ হোসেন ব্যাটিং বেছে নেন। দুই ওপেনার জিসান আলী ও তানজিদ হাসানের জুটিতে ৯৯ রান যোগ হয়। তানজিদ ৪৮ রানে ফিরেন। জিসান আলী মাত্র ৭৮ বলে ১৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে করেন ১২৭ রান।

মিডলঅর্ডারে মাহফিজুর রহমান ও প্রীতম কুমার সিঙ্গেল ডিজিটে ফিরে এলে বাকি সময়টুকুতে ব্যাট হাতে দাপট দেখান আফিফ ও আকবর। দুজনেই মারমার কাটকাট ভঙ্গিতে ব্যাট চালিয়ে সেঞ্চুরি তুলে নেন। রান তোলা ও বল খেলায় দুজনেই ছিলেন কাছাকাছি। আফিফ ৭৪ বলে করেন ১০৩ রান। তার এই সেঞ্চুরির ইনিংসে ছক্কা ছিল ৬টি ও বাউন্ডারি ৮টি। আকবর আলীও ৭৪ বলে ৫ ছক্কা ও ৯ বাউন্ডারিতে করেন অপরাজিত ১০২ রান। ৫০ ওভারে ৫ উইকেটে ৪০৩ রানের পাহাড় গড়ে বিসিবি এইচপি।

জবাবি ইনিংসে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ টাইগার্স। ইনিংসের সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে। ৪৭.২ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। অফস্পিনার আলিশ আল ইসলাম ৪৩ রানে ৩ উইকেট পান।

সম্পর্কিত খবর