খুঁড়িয়ে হাঁটছেন মেসি, কবে ফিরবেন মাঠে?
আর্জেন্টিনা শিরোপা জিতছে, আর লিওনেল মেসি মাঠে নেই। এমন দৃশ্যের দেখা গত দিন সকালে মিলেছে কোপা আমেরিকার ফাইনালে। এমনকি ট্রফির উদযাপন যখন করছেন, তখনও তিনি হেঁটেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
ডান পায়ের সেই চোটের পর তার অবস্থাটা কী এখন? গতকাল এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন তিনি নিজেই। তার কথা, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি ঠিক আছি। আশা করছি শিগগিরই আমি মাঠে নামতে পারব, সে কাজটা উপভোগ করতে পারব যা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমি খুশি। বিশেষ করে সেটা অর্জন করে যা আমাদের লক্ষ্য ছিল।’
ম্যাচের ৩৬ মিনিটে ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি। তখন শুশ্রূষার পর খেলায় ফেরেন। তবে ৬৬ মিনিটে আবারও যখন চোট পেলেন ওই ডান পায়ে, তখন আর খেলা চালিয়ে নিতে পারলেন না। ম্যাচ শেষের আগেই ফিরতে হয় ডাগআউটে। প্রতিক্রিয়ায় তিনি কেঁদেছেন অনেকক্ষণ ধরে।
তার সে কান্না মুছে দিয়েছে তার দল। লাওতারো মার্তিনেজ গোল করেছেন ম্যাচের ১১২ মিনিটে। আর তাতেই শিরোপা ওঠে মেসির হাতে।
তবে ম্যাচ শেষে সে চোট নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছিল। মাঠ ছেড়ে যাচ্ছেন যখন, তখন তার ডান গোড়ালিটা ফুলে ঢোল হয়ে ছিল রীতিমতো। মেসি এবার জানালেন তিনি ঠিক আছেন।
যদিও তিনি কবে ফিরবেন মাঠে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। মেডিক্যাল পরীক্ষার পর এই বিষয়ে পরিষ্কার জানা যাবে।