স্টেডিয়ামে মারামারি করে আটক কলম্বিয়া ফুটবল সভাপতি
কোপা আমেরিকার ফাইনালে হেরেছে কলম্বিয়া। এর ঠিক পরে আরও এক দুঃসংবাদ শুনেছে দেশটি। কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরোন ও তার ছেলে হামিলকে আটক করেছে মায়ামি পুলিশ।
তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন তারা। ম্যাচ শুরুর আগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে একই কারণে।
রামোন ও হামিলের নামে মামলাও করা হয়েছে। তার বিবৃতিতে বলা হয়েছে, দুজন মারামারিতে জড়িয়েছিলেন মাঠে ঢোকার পথে। ওখানে সংবাদ কর্মীদের উপস্থিতি ছিল। রামোনদের আটকে দিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। তখন তর্ক জুড়ে দেন দুজনে।
এরপর রামোন এক নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। একই নিরাপত্তাকর্মীকে দুটো ঘুষি মারেন তার ছেলে হামিল। সে কারণে তাদের দুজনকে আটক করা হয়েছে।
কোপা আমেরিকার ফাইনালে গতকাল এমন ঘটনা আরও বহু জায়গায় ঘটেছে। দর্শকরা টিকিট ছাড়া ঢুকতে চেয়েছেন মাঠে। এরই ফলে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে ওখানে। এ কারণে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল শুরু হয় নির্ধারিত সময়ের ৮০ মিনিট পর। ম্যাচ শেষে আয়োজক কনমেবল দুঃখ প্রকাশ করে।