অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়
অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এই প্রবাদটা এই মুহূর্তে যে মানুষটার সাথে খুব বেশি যায় তিনি হ্যারি কেইন।
ইংলিশ ক্যাপ্টেন হারলেন টানা দুই ইউরো ফাইনাল। আবারও আরেকটা শিরোপাহীন মৌসুম। যদিও এমনটা এই স্ট্রাইকারের জীবনের নিত্যদিনের ঘটনা। কারণ জীবনে কখনোই চুমু দেওয়া হয়নি শিরোপাতে। প্রতিবারই ভাগ্য আটকে যায় রানার্সআপ হওয়া কিংবা সেমিতে। ব্যক্তিগত অর্জন থাকলেও, হাহাকারের নাম একটা 'শিরোপা'।
তবে সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ মৌসুমটা অন্যরকম হলেও হতো পারতো। টটেনহ্যামে কোনো কিছুই জিততে না পারায় পাড়ি জমিয়েছিলেন জামার্নে। দেশটার ইতিহাসের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখে গেলে শিরোপার দেখা পাবেন-ই এই নিশ্চয়তাই হয়তো মনের ভেতর রেখেছিলেন।
শিরোপার জন্য যেখানে যাওয়ার ভাবনা থাকলে সেটা একেবারেই ভুল ছিলো না। কারণ দলটা তখন টানা এগারো আসরের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ শিরোপা, যার শেষটা ২০২০-এ। বছর প্রতি গড়ে দুইটা শিরোপা তো জেতেই দলটা। ২০১৯-২০ মৌসুমে ছয়টা শিরোপা জেতারও কীর্তি আছে।
এমন একটা ক্লাবে গিয়েও হতাশ হতে হলো কেইনকে। অভিষেক মৌসুমেই গোলের বন্যায় ভাসালেন, রেকর্ড ভাঙলেন-গড়লেন। কিন্তু দল পায়নি একটাও শিরোপাও।
এগারো বছর পর খুইয়েছে বুন্দেসলিগা। ডি এফ বি পোকালও জেতা হয়নি। মৌসুমের শুরুতে সুযোগ ছিলো ডিএফএল সুপার কাপ জেতার, কিন্তু সেটাও হেরেছে বাভারিয়ানরা, খেলা হচ্ছে না সামনেরটায়। ইউসিএলেও বিদায় সেমি থেকে।
জাতীয় দলেও একই অবস্থা হ্যারির। ২০১৮ তে গোল্ডেন বুট জিতেছেন কিন্তু দল বিদায় নিয়েছে সেমি থেকে। ইউরো-২০২০এও খেলেছেন ফাইনাল। শেষ পর্যন্ত হার টাইব্রেকারে। এবার অবশ্য ওই পর্যন্ত ভাগ্য তাকে টেনে নেয়নি। ৯০ মিনিটে ২-১এ শেষ হয়েছে আরও একটা উপাখ্যান।