বিসিবির সাবেক কিউরেটরকে নিয়ে গেল পাকিস্তান
দিনকয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছেড়ে গিয়েছিলেন টনি হেমিং। সেই তাকে নিয়ে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি বিষয়টি জানিয়েছে।
২০২২ সালে অস্ট্রেলিয়া আর পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম বিলো অ্যাভারেজ রেটিং পেয়েছিল। এছাড়াও দেশটির অন্য পিচগুলো একাধিক বার টেস্ট ম্যাচ আয়োজন করে সমালোচনার মুখে পড়েছে। হেমিংয়ের দায়িত্ব সেসব পিচের মান বাড়ানো।
ক্রিকেট টার্ফ ম্যানেজমেন্ট বিষয়ে বেশ নামী এই কিউরেটর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিলেন প্রায় এক বছরের মতো সময়। তার চুক্তি ছিল ২ বছরের। এরপর গেল সপ্তাহে সে চুক্তি পূরণের আগেই পদ ছাড়েন হেমিং।
পাকিস্তান আগামী বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সেই আসরকে সামনে রেখেই হেমিংকে দলে টানল পিসিবি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হেমিংকে নতুন হেড কিউরেটর হিসেবে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে। তিনি আসছে মৌসুমের পাঁচটি টেস্টের জন্য পিচ প্রস্তুত করবেন।’
হেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্টটা আবার বাংলাদেশ সিরিজ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।