বিশ্বকাপের ম্যাচে সাকিবদের নজর চ্যাম্পিয়নস ট্রফিতে
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। সেখান সাকিবদের ৮৭ রান। সেখানেই বেজে যায় বিদায়ের ঘণ্টা। যদিও এখনো প্রথম রাউন্ডের তিন ম্যাচ বাকি। তবে টানা পঞ্চম ম্যাচ হেরে শেষ চারে পৌঁছানোর রেস থেকে লাইনচ্যুত মিরাজ-মুশফিকরা।
নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশের সামনে আজ পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। সম্মান বাঁচানোর এই ম্যাচে সাকিবদের বাড়তি নজর থাকবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। কেননা এই টুর্নামেন্টে পাকিস্তান বাদে শীর্ষ ৭ দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে, আয়োজক দেশ হওয়ায় সেখানে কোনো বাঁধা ছাড়াই খেলবে বাবর আজমের দল।
পয়েন্ট তালিকা বর্তমানে সাকিবদের অবস্থান নয় নম্বরে। শীর্ষ আটে পৌঁছাতে তাদের বাকি তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। টপ-অর্ডার ব্যর্থতা সঙ্গ দিয়ে বোলাররা নেই ছন্দে। জয়ের ধারায় ফিরতে টাই দলীয় পারফর্মে ফেরা ছাড়া বিকল্প নেই।
অন্যদিকে টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থাও নাজেহাল। একের পর এক হার, সমালোচনা সব মিলিয়ে মাঠের বাইরেও বেশ পিছিয়ে ১৯৯২ আসরের চ্যাম্পিয়নরা। সময়ের অন্যতম পেস অ্যাটাক নিয়েও যেন বল হাতে নিষ্প্রভ আফ্রিদি-রউফরা। শেষ চারের পথ অনেকটা দূরে হলেও এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই নিজেদের সেরাটা দিয়েই ফিরতে চায় পাকিস্তান।