অনিয়মিত ওয়ার্নারে ভরসা রাখবে না অস্ট্রেলিয়া
২০২৩ বিশ্বকাপের ফাইনাল জয় দিয়েই ওয়ানডেকে বিদায় বলেছিলেন। এরপর টেস্ট থেকে, জুনে টি-টোয়েন্টি থেকে। নামের পাশে 'সাবেক' ট্যাগ। তবুও ডেভিড ওয়ার্নার যেনো সাবেক হতেই চাইছিলেন না। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছিলেন কোচ-ক্যাপ্টেন আর সিলেক্টররা চাইলে তিনি ফিরবেন ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফিতে।
চ্যাম্পিয়নস ট্রফি আগামি ফেব্রুয়ারিতে। ততদিনে এই ফরম্যাটে ফিরলে ফেরা হবে এক বছর চার মাস পর। ওয়ার্নারের বয়স এখন ৩৭ বছর ২৬৩ দিন। ততদিনে প্রায় সাড়ে ৩৮ হবে। ম্যাগার্কের মতো ইয়াং এনার্জেটিক একজনকে না নিয়ে অনিয়মিত ওয়ার্নারে ভরসা রাখবে দল? এই প্রশ্নও উঠেছিল। অবশেষে সোজাসাপ্টা উত্তর এলো প্রধান নির্বাচক জর্জ বেইলির মুখ থেকে।
বেইলি বলেছেন, 'আমরা ধরে নিচ্ছি, ডেভিড অবসর নিয়েছে। তিন ফরম্যাটেই দুর্দান্ত ক্যারিয়ারের জন্য তার প্রশংসা করা উচিত। নিশ্চিতভাবেই আমাদের পরিকল্পনা হচ্ছে, সে চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবে না। দলের কথা চিন্তা করে আগামীর যাত্রার জন্য ভিন্ন খেলোয়াড়দের দিকে যাওয়াটাই রোমাঞ্চকর হবে।'
অস্ট্রেলিয়ার জার্সিতে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে আর ১১০ টি-টোয়েন্টি খেলা প্রায় ৩৮ বছর অজি ওপেনার ডেভিড ওয়ার্নার দুইবার জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আর একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেট জেতার মতো শুধু এই শিরোপাই বাকি। দুইবার এই টুর্নামেন্ট খেলেও শিরোপা জোটনি, এবার হয়তো তৃতীয় চেষ্টা করতেই চাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৯৯৫ রান করা সাবেক এই ওপেনার।