শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে নেই হার্দিক
চলতি মাসে ২৭ তারিখ থেকে লঙ্কানদের মাটিতে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ভারত দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। তবে আগস্ট মাসে হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে থাকছেন না এই অলরাউন্ডার। ব্যক্তিগত কোনো কারণেই স্কোয়াডের বাইরে থাকবেন, এমনটা জানা গেছে। এখানে ইনজুরিজনিত কোনো সমস্যা নেই তাই সমর্থকদের চিন্তিত হতেও মানা করেছে ভারতের ক্রিকেট বোর্ড।
জুলাইয়ের ২৭-৩০ তারিখ স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ঠিক দুদিন পর থেকেই, অর্থাৎ আগস্টের ২-৭ তারিখ মাঠে গড়াবে তিনটি ওয়ানডে ম্যাচ। এই সিরিজে হার্দিক তার দলে না থাকতে পারার বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছে বিসিসিআইকে। এই সিরিজে আরো থাকছেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই এই ফরম্যাট থেকে নিজেদের অবসরের ঘোষণা দিয়েছেন তারা।
বিসিসিআই এর একজন অফিশিয়াল জানিয়েছেন,'হার্দিকের ওডিআই সিরিজ না খেলার কারণ একান্তই হার্দিকের ব্যক্তিগত ব্যাপার। হার্দিকের কোনো ইনজুরিজনিত সমস্যা নেই।'
হার্দিক ওডিআই সিরিজে না থাকায় ভারত দলের অধিনায়ক হতে পারেন লোকেশ রাহুল। কারণ রাহুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অধিনায়কত্ব হওয়ার দৌড়ে থাকবেন শুবমান গিলও । সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে তার নেতৃত্বেই ৪-১ ব্যবধানে জিতেছে ভারত।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের মধ্য দিয়ে ভারত দলের সাথে গৌতম গম্ভীরের যাত্রা শুরু হবে। গম্ভীর সদ্য ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। সাবেক এই ভারতীয় ক্রিকেটারের অধীনে বর্তমান ভারত দল কেমন খেলে তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।