শ্রীলঙ্কা সিরিজে কোহলি-রোহিতকে দলে চান গম্ভীর
আগামী আগস্ট মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাবে ভারত। তবে সেই সিরিজে ভারত দল নিজেদের তারকা খেলোয়াড়দের পাবে কিনা তা নিয়ে সংশয় কাটছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ বিসিসিআই কে জানিয়েছেল যে তারা লঙ্কানদের বিপক্ষে সিরিজে খেলবেন। তবে তাদের দলে টানার ইচ্ছা আছে সদ্য ভারত দলের কোচের দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানায়, হার্দিক পান্ডিয়াও ওয়ানডে সিরিজে থাকতে চান না। তবে হার্দিক অবশ্য ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে নাম বাদ দিতে চান। তবে হার্দিক পুরোপুরি ফিট আছেন।
ভারতের সাবেক ওপেনিং ব্যাটার এবং বর্তমান কোচ গম্ভীর স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কার সিরিজের পরে ভারতীয় ওয়ানডে দলের দীর্ঘ বিরতি থাকবে। তাই তিনি কোহলি, রোহিত এবং বুমরাহের মতো সিনিয়র তারকাদের দলে চান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত-বিরাটরা তাদের পরিবারের সাথে বিশ্রাম এবং বিদেশ ভ্রমণ করতে চান। তবে গম্ভীরের আবেদনে এখনও কোন সাড়া দেননি কেউই। দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়াতা কেমন হয় নতুন কোচের তা দেখতেই অপেক্ষায় আছেন সমর্থকরা।