ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার

ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার

সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। অর্থাৎ অধিনায়ক হিসেবে ফাইনাল ম্যাচটিই ছিল তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। রোহিতের পর ভারত জাতীয় দলের অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া, এমনটাই ধরে রেখেছেন বেশিরভাগ সমর্থক। কারণ আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবেও রোহিতের পরিবর্তে দায়িত্ব পেয়েছিলেন হার্দিক।

তবে হার্দিক নয়, ভারতীয় দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সুর্যকুমার যাদব। নতুন গুঞ্জন এমনটাই বলছে। গুঞ্জনটি আরও বিশ্বাসযোগ্য কারণ এই তথ্যটি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআইয়েরই একটি সূত্র।

বিসিসিআইয়ের সূত্রটি আরও জানায়, বর্তমান কোচ গৌতম গম্ভীরও সমর্থন করেছেন সূর্যকে অধিনায়ক বানানোর এই সিদ্ধান্তকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের মাধ্যমেই অধিনায়কত্ব শুরু করতে পারেন টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় সেরা এই ব্যাটার। অপরদিকে হার্দিককে দেখা যাবে সহ-অধিনায়কের দায়িত্বেই।

এর আগেও নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে সূর্যর। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলের দায়িত্ব সামলেছেন তিনি। সেখানে অধিনায়ক হিসেবে সাত ম্যাচে পাঁচটিতেই জয় তুলে নিয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন।

সম্পর্কিত খবর