লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মেসি

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মেসি

সদ্য পর্দা নামা কোপা আমেরিকা আসরের ফাইনালে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। চোটের গভীরতা তখনই টের পাওয়া গিয়েছিল। এবার তা নিশ্চিতও হওয়া গেল। পায়ের লিগামেন্টে বড় রকমের চোট পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, ‘লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার সেরে ওঠার সময়ের ওপর।’

গত রবিবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের নামেই করে রেখেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৬৪তম মিনিটে পায়ের ব্যাথা সহ্য করতে না পেরে মাঠ ছাড়েন মেসি। খেলতে না পাওয়ায় ডাগআউটে বেঞ্চে বসা মেসির কান্না কাঁদিয়েছে আর্জেন্টিনা ও মেসির সমর্থকদেরও। ম্যাচ সম্প্রচার করতে থাকা ক্যামেরায় দেখা যায়, মেসির ডান অ্যাঙ্কেল অনেকটাই ফুলে গেছে।

মায়ামির কোচ জেরার্দো মার্টিনো জানিয়েছেন যে, নিশ্চিতভাবে অন্তত আগামী দুই ম্যাচের জন্য মেসিকে একাদশে পাবে না তার দল। সংবাদমাধ্যমকে মার্টিনো বলেন, ‘সে অ্যাঙ্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে, অপেক্ষা করতে হবে। আমাদের কাইনসিওলজিস্ট (ফিজিও) ওয়াল্টার ইনসউরালদে জানিয়েছেন মেডিকেল পরীক্ষার ফল পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে আসা যাবে না।’

সম্পর্কিত খবর