খুন হলেন সাবেক লঙ্কান অধিনায়ক

খুন হলেন সাবেক লঙ্কান অধিনায়ক

মঙ্গলবার রাতে (১৬ জুলাই) গল জেলার একটি ছোট শহর আম্বালাঙ্গোডায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন সাবেক শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ধম্মিকা নিরোশানা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা কেউ এসে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে এবং সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ জানায়, নিরোশানা তার স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে বাড়িতে ছিলেন। হঠাৎ একজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে পারেনি। তবে এই ঘটনার তদন্ত চলছে, এই খুনের পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট।

নিরোশানা ছিলেন একজন ডান-হাতি ফাস্ট বোলার। তিনি ২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেন এবং দুই বছর অনূর্ধ্ব-১৯ টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলেন।

এছাড়াও তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত গল ক্রিকেট ক্লাবের হয়ে ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ৮টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ৩০০-এরও বেশি রান এবং ১৯ উইকেট শিকার করেছেন তিনি।

১০টি ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেছেন নিরোশানা। ফারভেজ মাহারুফ, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং উপুল থারাঙ্গার মতো খেলোয়াড়রা তার অধীনে খেলেছেন। ২০০৪ সালের ডিসেম্বরে তিনি তার শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন।

সম্পর্কিত খবর