আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন এনজো
কোপা আমেরিকা জয়ের পরই অভিযোগের শিকার হয়েছে আর্জেন্টিনা। বর্ণবিদ্বেষী আচরণে অভিযুক্ত হয়েছে লিওনেল মেসির দল। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগও করবে বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তবে এর আগেই নিজের ভুল বুঝতে পেরে ফ্রান্সের খেলোয়াড়দের কাছে ভুল স্বীকার করলেন মূল কাহিনীর সূত্রপাত ঘটানো আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
সোশ্যাল মিডিয়াতে এনজোর করা এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তারা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর কিলিয়ান এমবাপেকে নিয়েও বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ফার্নান্দেজের ভিডিওতে সেই গানটিই গাইতে শোনা গেছে।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি দিয়ে ক্ষমা চেয়েছেন এনজো। ২৩ বছর বয়সী এই তারকা ফুটবলার লিখেছেন, ‘জাতীয় দলের উদ্যাপনে আমার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করায় আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।’
তিনি আরও বলেন, ‘এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাত নেই। আমি সব ধরনের বৈষম্যের বিপক্ষে। আমাদের কোপা আমেরিকা উদ্যাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই। ওই ভিডিও, মুহূর্ত, শব্দগুলো আমার বিশ্বাস বা চরিত্রকে ফুটিয়ে তোলে না। আমি সত্যিই দুঃখিত।’