দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা
জেমস অ্যান্ডারসনের অবসরের পর প্রশ্ন ছিল দ্বিতীয় টেস্টে কে তার জায়গায় খেলবেন? লর্ডসে প্রথম টেস্ট খেলে অবসরে যান কিংবদন্তি ওই পেসার। আর তাতেই কপাল খুললো পেসার মার্ক উডের। ১৮ জুলাই, বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ডাক পেলেন এই পেসার। এছাড়া ইংল্যান্ড দলের একাদশে আর কোন পরিবর্তন নেই।
প্রথম টেস্টে উইন্ডিজের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড ১১৪ রানে বড় জয় তুলে নেয়। সেই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান জেমস অ্যান্ডারসন। যার নামের পাশে আছে টেস্ট ইতহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ১৮৮ টেস্ট ম্যাচে মোট ৭০৪ উইকেটের মালিক এই ইংলিশ পেসার।
তবে ভাবার বিষয় হলো- এই মৌসুমে এখনও প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি উড। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে উইকেট তুলেছিলেন তিনটি। তবে উডের দলে ফেরায় অপেক্ষা বাড়লো ম্যাথু পটস-ডিলন পেনিংটনদের।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ-
বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, মার্ক উড, শোয়েব বশির।