প্লে-অফে শরিফুল ও তাসকিন, বাদ হৃদয়-মুস্তাফিজের দল

প্লে-অফে শরিফুল ও তাসকিন, বাদ হৃদয়-মুস্তাফিজের দল

এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চার খেলোয়াড়। তাদের মধ্যে দুই টাইগারের দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লো। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। টানা ব্যর্থতায় এবারের আসর থেকে সবার আগে বাদ পড়লো তাদের দল।

মঙ্গলবার কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ২৮ রানে জয় তুলে নিলেও সমীকরণের হিসেবে থেমে গেল ডাম্বুলা সিক্সার্সের যাত্রা। আট ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতেও নেট রানরেট-০.২২৬৯ থাকেয় প্লে-অফে জায়গা হলো না তাওহীদের দলের। ৮ ম্যাচ খেলে সমান ৩ ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিল করেছে শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। তাদের দলের নেট রানরেট ০.০৩৩।

প্লে-অফে জায়গা করে নিয়েছে আরেক বাংলাদেশি খেলোয়াড়ের দল। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স।

এবারের এলপিএল খেলতে গিয়ে আশানুরূপ পারফরম্যান্সে দিতে পারেনি টাইগার ক্রিকেটাররা। কলম্বোর বিপক্ষে শেষ ম্যাচে ডাম্বুলার হয়ে ৫৩ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। তাইতো গতকাল (মঙ্গলবার) কলম্বোর বিপক্ষে ম্যাচে দলে জায়গা হয়নি ফিজের।

একাদশে জায়গা হয়নি কলম্বোর হয়ে খেলা তাসকিনেরও। শুরুতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের সংগ্রহ করে ডাম্বুলা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৯৫ রানেই থেমে যায় কলম্বো স্ট্রাইকার্সের যাত্রা। এই জয়েও শেষ রক্ষা হলো না ডাম্বুলার, শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ডাম্বুলারা সিক্সার্সের।

সম্পর্কিত খবর