ইয়ামালের গোলটিই ইউরোর সেরা

ইয়ামালের গোলটিই ইউরোর সেরা

ইউরো ২০২৪ আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালের গোলটি। তিনি যে শুধু স্পেনের জন্যই বিস্ময় বালক তা নয়, তার জাদুতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। কারণ তিনিই যে ভেঙ্গেছেন ফুটবলের সম্রাট পেলের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ফুটবল আসরের ফাইনাল খেলার রেকর্ড। ইয়ামালের কীর্তিতেই ১২ বছরের পর আবার ইউরো সেরা হলো স্পেন।

পুরো টুর্নামেন্টেই ইয়ামাল ছিলেন দুর্দান্ত। চার অ্যাসিস্টের পাশাপাশি একটি গোলও করেছেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা তার গোলটিই এবারের আসরের সেরা গোল।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষকেরা ইউরো ২০২৪–এর সেরা ১০টি গোল নির্বাচন করেছে। তার মধ্যে ইয়ামেলের গোলটি ‘গোল অব দ্য টুর্নামেন্ট’বা টুর্নামেন্টের সেরা গোল হিসেবে বেছে নেয়া হয়েছে।

এবারের আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নাম স্পেন। সে ম্যাচে ফ্রান্স প্রথম গোলটি করেছিল। তবে ম্যাচের ২১ মিনিটে ইয়ামালের ডি-বক্সের বাইরে করা গোলে ঘুরে দাঁড়ায় স্পেন। তখন অবশ্য ধারাভাষ্যকাররা বলেছিলেন, নিঃসন্দেহে এবারের আসরের সেরা গোল এটিই। শেষ পর্যন্ত সেটাই ১০০ ভাগ সঠিক হলো।

এবারের ইউরোর সেরা বাকি ৯টি গোল যথাক্রমে হলো-
দ্বিতীয় - জুড বেলিংহামে (ইংল্যান্ড) স্লোভাকিয়ার বিপক্ষে
তৃতীয় - জেরদান শাকিরি (সুইজারল্যান্ড) স্কটল্যান্ডের বিপক্ষে
চতুর্থ - নিকোলাই স্ট্যানসিউ (রোমানিয়া) ইউক্রেনের বিপক্ষে
পঞ্চম - আরদা গুলের (তুরস্ক) জর্জিয়ার বিপক্ষে
ষষ্ঠ - মার্ত মুলডুর (তুরস্ক) জর্জিয়ার বিপক্ষে
সপ্তম - ফাবিয়ান রুইজ (স্পেন) ক্রোয়েশিয়ার বিপক্ষে
অষ্টম - ওলি ওয়াটকিন্স (ইংল্যান্ড) নেদারল্যান্ডের বিপক্ষে
নবম - মাত্তিয়া জাক্কাগনি (ইতালি) ক্রোয়েশিয়ার বিপক্ষে
দশম - জাভি সিমন্স (নেদারল্যান্ডস) ইংল্যান্ডের বিপক্ষে

 

সম্পর্কিত খবর