অবশেষে নিরবতা ভাঙলেন রিয়াদ-লিটনরা

অবশেষে নিরবতা ভাঙলেন রিয়াদ-লিটনরা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তাপ। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ চলছে ‘কমপ্লিট শাটডাউন’। 

এ বিষয়ে নিজেদের ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল শান্ত, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। গতকাল মুশফিকুর রহিম, তামিম ইকবালরা নিজেদের আকুতি জানিয়েছিলেন। এবার মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকাররাও এ পরিস্থিতি নিয়ে নিরবতা ভেঙেছেন। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজ ফেসবুক পেজে লিখেছেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’

লিটন দাসের কথা, ‘কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাইবোনদের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’

সৌম্য সরকার লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’

সম্পর্কিত খবর