সাগরের হাতে অলিম্পিকে বাংলাদেশের পতাকা

সাগরের হাতে অলিম্পিকে বাংলাদেশের পতাকা

অলিম্পিক শুরু হতে আর বাকি এক সপ্তাহের মতো সময়। অংশ নেওয়া প্রত্যেক দেশই তার উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে অংশ নেবে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী এ অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা থাকবে আর্চার সাগর ইসলামের হাতে।

অলিম্পিকের জন্য আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিওএ। সেখানে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আরচ্যার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহন করার জন্য নির্বাচিত করছি।’

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেবেন আর্চার সাগর, সাঁতারু সোনিয়া ও রাফি, শ্যুটার রবিউল ও অ্যাথলেট ইমরানুর রহমান। তার মধ্যে সাগরই বাংলাদেশের পতাকা হাতে নেওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে ২০২০ অলিম্পিকে সাঁতারু আরিফ ইসলামের হাতে ছিল বাংলাদেশের পতাকা।

সাগর ইসলাম আগামী ২৫ জুলাই পুরুষ ব্যক্তিগত ইভেন্টে র‌্যাঙ্কিং রাউন্ডে লড়বেন। সেখানে উতরে যেতে পারলে তার পরবর্তী রাউন্ডের খেলা ৩০ জুলাই। 

সম্পর্কিত খবর