সাকিব এখন একাদশ থেকেও বাদ পড়েন!

সাকিব এখন একাদশ থেকেও বাদ পড়েন!

আগের ম্যাচের শূন্য রানে আউট সাকিবের সঙ্কট বাড়ায়। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরের ম্যাচের একাদশে সাকিব আল হাসানের নাম কাটা পড়ে। বাদ দেওয়া হয় তাকে। তার জায়গায় পেসার করনি ড্রাইকে দলে নেয় লস এঞ্জেলস। ম্যাচও জিতে লস এঞ্জেলস নাইট রাইডার্স ৪ উইকেটে।

যুক্তরাষ্ট্রে মেজর লীগ ক্রিকেটে সাকিবের সময়টা মোটেও ভালো কাটছে না। চার ম্যাচে খেলেছেন এখন পর্যন্ত। কোনো ম্যাচেই ম্যাচ জেতানোর কোনো তেমন পারফরমেন্স নেই। চার ম্যাচে সর্বোচ্চ রান তার ৩৫। এখন পর্যন্ত সাকুল্যে উইকেট পেয়েছেন ১টি। সর্বশেষ ম্যাচ খেলেন ১৪ জুলাই, ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় লস এঞ্জেলস। সাকিব ব্যাট করতে নামেন চার নম্বরে।

কোথায় তিনি ব্যাট হাতে দলের সমস্যার সমাধান করবেন, কিন্তু উল্টো যে আরো সঙ্কট বাড়ালেন। ২ বল খেলে ম্যাক্সওয়েলের বলে ০ রানে আউট। পরে ৩ ওভার বোলিং করেন। রান খরচা হয় ২৯। কোনো সাফল্য নেই। সেই ম্যাচও লস এঞ্জেলস হেরে যায়।

ম্যাচে হার এবং সাকিবের এমন টানা নিস্প্রভ পারফরমেন্স-এই দুইয়ের যোগে তার বাদ পড়াটা অবধারিত হয়ে দাড়িয়েছিল। সেই ঘটনাই ঘটলো পরের ম্যাচে। সিয়াটল অর্কাসের বিরুদ্ধে ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। জ্বি আপনি ভুল পড়ছেন না! সাকিবকে বাদ দিয়ে সেই ম্যাচের একাদশ সাজায় লস এঞ্জেলস নাইট রাইডার্স। সিয়াটলের ১৪২ রানের ইনিংস টপকে যায় তারা ৬ উইকেটে।

উন্মুখ চাঁদ দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৬২ রান করেন। ম্যাচে ৪ উইকেটের জয় পায় লস এঞ্জেলস। পরের ম্যাচেও সাকিবের একাদশে ফেরার কোনো নিশ্চয়তা নেই! মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের।

সম্পর্কিত খবর