আর্জেন্টিনার অলিম্পিক মিশন শুরু আজ

আর্জেন্টিনার অলিম্পিক মিশন শুরু আজ

বছর তিনেক ধরে ফুটবলের বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে একচেটিয়া আধিপত্য চলছে আর্জেন্টিনার। সবশেষ কোপা জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। সেই রাজত্ব ধরে রাখতেই এবার অলিম্পিক মিশনে নামছে আর্জেন্টিনা।

অলিম্পিকের এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে। যার আনুষ্ঠানিক শুরু আগামী ২৬ জুলাই হলেও ফুটবল ইভেন্টের খেলা শুরু আজ (বুধবার) থেকেই। সেখানে প্রথম দিনেই নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এছাড়া রাতে আরেক ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে নামছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

প্যারিস অলিম্পিকের এই ফুটবল ইভেন্টে চারটি গ্রুপে আছে মোট ১৬টি দল। সেখানে গ্রুপ বি-তে আছে আর্জেন্টিনা। মরক্কো ছাড়া সেখানে বাকি দুই দল ইরাক ও ইউক্রেন।

এর আগে অলিম্পিকে দুবার সোনা জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ এথেন্স অলিম্পিক ও ২০০৮ বেইজিং অলিম্পিকে। সেই দুই আসরেই আলবিসেলেস্তেদের দল ছিলে হাভিয়ের মাচেরানো। সেই সাবেক ডিফেন্ডারই এবার আলভারেস-ওতামেন্দিদের কোচ।

সম্পর্কিত খবর