পেছানো হলো বাংলাদেশের দুটি টেস্ট

পেছানো হলো বাংলাদেশের দুটি টেস্ট

পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজ খেলতে তাদের মাটিতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে প্রস্তুতি হিসেবে তাদের ক্রিকেটারদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে এইচপি এবং টাইগার্সের ক্রিকেটাররা। এই দুটি টেস্ট ম্যাচ খেলতেই বর্তমানে চট্টগ্রামের ক্যাম্পে আছেন টাইগার ক্রিকেটাররা।

তবে এইচপি দলের টেস্ট ম্যাচ দুটি একদিন করে পেছানো হয়েছে। দেশব্যাপী চলমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত এসেছে বিসিবির পক্ষ থেকে।

পাকিস্তান টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল আজ (২৪ জুলাই)। কিন্তু সেটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামীকাল (২৫ জুলাই)। দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ২৮ জুলাই, যেটি এখন হবে ২৯ জুলাই। উল্লেখ্য যে, প্রথম টেস্ট ম্যাচটি হবে দুই দিনের।

বাংলাদেশ এইচপি দলের এই দুটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগস্টের ২১ তারিখ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে নাজমুল শান্তর দল। ৩০ আগস্ট করাচির মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সম্পর্কিত খবর