অলিম্পিকেই শেষ মারের

অলিম্পিকেই শেষ মারের

শেষ দেড় দশকে টেনিসের সেরা চারের দুজন– রজার ফেদেরার আর রাফায়েল নাদাল বিদায় নিয়েছেন কোর্ট থেকে। ‘ফ্যাবিউলাস ফোরের’ আরও একজন এবার জানালেন বিদায়ের কথা। ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে জানিয়েছেন প্যারিস অলিম্পিকের পরই তিনি বিদায় বলবেন টেনিসকে। 

৩৭ বছর বয়সী এই তারকা অলিম্পিকের দুইবারের সোনাজয়ী। নিজের পঞ্চম আসরে তিনি এবার খেলবেন সিঙ্গেল ও ডাবলস বিভাগে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘শেষ টেনিস টুর্নামেন্ট অলিম্পিকসে খেলতে প্যারিসে এসে পৌঁছেছি। গ্রেট ব্রিটেনের হয়ে লড়াই করাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কিছু সময় ছিল। শেষ একটা বারের মতো এটা করতে পেরে নিজের ওপর গর্ব হচ্ছে অনেক।’

২০১৩ সালে নোভাক জকোভিচকে হারিয়ে ৭৭ বছর পর উইম্বলডনের শিরোপা ব্রিটেনে রেখে দেন মারে। এরপর ২০১৬ সালে আরও একবার এই শিরোপা জেতেন তিনি।

তবে তার সেরাটা দেখা গেছে অলিম্পিকে। ২০১২ সালে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে রজার ফেদেরারকে হারিয়ে নিজের প্রথম অলিম্পিক সোনাটা জেতেন মারে, এই কোর্টেই সপ্তাহ তিনেক আগে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপাটা হাত ফসকে যায় তার, সেটা আবার ফেদেরারের কাছে হেরেই। তার শোধটা মারে তোলেন অলিম্পিকে।

মারে এরপর ২০১৬ সালের রিও অলিম্পিকেও সোনার পদক জেতেন। ফাইনালে তিনি হারান আর্জেন্টাইন খেলোয়াড় হুয়ান মার্তিন দেল পোত্রোকে। তার নেতৃত্বে ২০১৫ সালে ডেভিস কাপ জেতে ব্রিটেন, যা আবার দেশটির ৭৯ বছরে প্রথম ট্রফি।

সম্পর্কিত খবর