পাওয়ারপ্লেতে নেই ৩ উইকেট
এবারের বিশ্বকাপে পাওয়ারপ্লেতে তো বটেই, ব্যাটিংয়ের পুরোটাই তো ভোগাচ্ছে বাংলাদেশকে! তা থেকে বেরোনোর একটা চেষ্টার কথা অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন আগের দিন সংবাদ সম্মেলনে, বলেছিলেন ম্যাচে করে দেখানোর কথা। কিন্তু দল তা আর করতে পারল কই? পাওয়ারপ্লেতে সেই পুরোনো ব্যর্থতার বৃত্তেই আটকে রইল দল। ২৩ রানে তিন উইকেট নেই, এরপর পাওয়ারপ্লেতে তুলতে পারল মোটে ৩৭ রান।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুর ধাক্কাটা খায় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তও ফিরেছেন ৪ রান করে। তিনিও ওই শাহিনেরই শিকার।
শুরুর শিকার শাহিন আফ্রিদির উইকেটসংখ্যা নিয়ে গেছে তিন অঙ্কে। ৫১ ম্যাচে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। এরপর চারে নামা মুশফিক শিকার বনে যান হারিস রউফের। ২৩ রান তুলতেই তিন উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
এরপর মাহমুদউল্লাহ আর লিটন দাস মিলে পাওয়ারপ্লেতে আর কোনো ভুলচুক হতে দেননি। বাংলাদেশ পাওয়ারপ্লে শেষ করে ৩৭ রান নিয়ে।