ভারত সিরিজের জন্য লঙ্কানদের দল ঘোষণা

  • নিউজরুম এডিটর
  • ০৩:৩৪ পিএম | ২৪ জুলাই, ২০২৪

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ পারফরম্যান্স দেখিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তারই সূত্র ধরে গত ১১ জুলাই লঙ্কানদের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার ঘরের মাটিতে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের দল ঘোষণার মধ্যে দিয়ে নতুন অধিনায়কের নামও ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

লঙ্কানদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন চারিত আসালাঙ্কা। জাতীয় দলের অধিনায়কত্বে এবারই প্রথম নন এই ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। চলতি বছরের শুরুতেই বাংলাদেশ সফরে সিরিজের প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আসালাঙ্কা। তবে পূর্ণকালীন দায়িত্বে এবারই প্রথম তিনি।

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে আসালাঙ্কার। এছাড়া সম্প্রতি নেতৃত্ব দিয়ে এলপিএলে জাফনা কিংসকে শিরোপাও জিতিয়েছেন তিনি। এতেই তার ওপরই দায়িত্ব থামাল লঙ্কান ক্রিকেট।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ২৭ জুলাই নামবে লঙ্কানরা। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৮ ও ৩০ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের পরে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত।

ভারতের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:

চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

খেলার দুনিয়া | ফলো করুন :