টেস্টে এক দিনে ৬০০ রান করতে চায় ইংল্যান্ড 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৫৩ পিএম | ২৪ জুলাই, ২০২৪

টেস্ট ক্রিকেটে এখন ইংল্যান্ডের ম্যাচ মানেই আক্রমণাত্মক ক্রিকেটের প্রতিচ্ছবি। তাদের বাজবল ঘরনার এই সময়টা মূলত ব্যাটিং আক্রমণকে ঘিরেই। বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন এবং ব্রেডন ম্যাককালাম এই ফরম্যাটের কোচ হয়ে আসার পর থেকেই যেই ঘরনার শুরু। তারই নতুন উদ্যম হিসেবে টেস্টে ইংলিশদের নজর এবার এক দিনে ৬০০ রান তোলার।

সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছে ইংল্যান্ড। অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে (প্রথম টেস্ট) ইনিংস ও ১১৪ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টের ২৪১ রানের বড় ব্যবধানে জেতে ইংলিশরা। 

টেস্টে একদিনের জন্য বরাদ্দ থাকে ৯০ ওভার। অবস্থা ভেদে অনেক সময় এর কম ওভারেও শেষ হয় দিনের খেলা। সেখানে এক দিনে ৬০০ রান তোলা একসময় অসম্ভবের কাতারের চিন্তা হলেও বছর দুয়েক আগে তা সম্ভবের কাতারে নিয়ে গিয়েছিল এই ইংল্যান্ডের ব্যাটাররাই। 

রাওয়ালপিন্ডিতে ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের এক দিনে প্রথম দল হিসেবে ৫০০ রান তুলেছিল ইংল্যান্ড। তবে সেদিন খেলা হয়েছিল কেবল ৭৫ ওভারের। আলোক স্বল্পতার কারণে আগেই ঘোষণা হয়েছিল দিন শেষের। সেই ম্যাচে ৯০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অলি পোপ। সেই স্মৃতি ফিরিয়েই ইংলিশদের বর্তমান টেস্ট দলের এই সহ-অধিনায়ক জানালেন, তাদের ভাবনা এখন দিনের ৬০০ রান তোলার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে শুক্রবার। সেই ম্যাচের আগে ট্রেন্ট ব্রিজ টেস্ট নিয়ে এক সাক্ষাৎকারে পোপ বলেন, ‘ট্রেন্ট ব্রিজে দেখেছি, আলোয় যখন বেশি সুইং হচ্ছিল, তখন দেখেশুনে খেলার প্রয়োজন ছিল। আমরা এই কাজটাতে উন্নতির ধারা ধরে রেখে আরও পারদর্শী হতে চাই। আবার এমন দিনও আসবে সামনে যেদিন আমরা ৫০০ কিংবা ৬০০ রানও করতে চাইব।’ 

ইংল্যান্ড টেস্ট দলে স্টোকস-ম্যাককালামের জুটিতেই আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান পোপ। ‘যখন বাজ (ব্রেন্ডন ম্যাককালাম) ও স্টোকসি (স্টোকস) দায়িত্ব নেয়, তখন আমাদের ব্যাটিং ইউনিটের অভিজ্ঞতার ঘাটতি না থাকলেও আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। ওই সময়টা ছিল আত্মবিশ্বাস তৈরির। এখন আশা করছি আমরা যতটা পারি নির্দয় হতে পারব।’

খেলার দুনিয়া | ফলো করুন :