মুর্শিদা-জ্যোতির ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের
চলতি নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। ম্যাচটি জিতলেই সেমিফাইনালের মঞ্চে এক পা দেওয়া হয়ে যাবে নিগার সুলতানা জ্যোতিদের। তাই জয়ের উদ্দেশ্যে মাঠে নেমে মালয়েশিয়াকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে মাত্র ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯১ রান।
এদিন টসে জিতে সঠিক সিদ্ধান্তটাই যেন নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে দারুণ সূচনা করেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। ৮ম ওভারে ৬৫ রানে ভাঙ্গে প্রথম জুটি। দিলারার ব্যাট থেকে ২০ বল খরচ করে আসে ৩৩ রান। এরপর মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি শুরু করেন ব্যাটিং তান্ডব!
ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা। অপরপাশে জ্যোতি নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে নাস্তানাবুদ করতে থাকেন মালয়েশিয়ার বোলারদের। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৭ বলে ৬২ রান আসে তার ব্যাট থেকে। তাকে সঙ্গ দিচ্ছিলেন রুমানা আহমেদ। দলীয় ব্যাটিং নৈপুণ্যে মালয়েশিয়াকে ১৯২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ।
উল্লেখ্য যে, এশিয়া কাপের ইতিহাসে এটিই বাংলাদেশ নারী দলের দলীয় সর্বোচ্চ রান।