বড় জয়ে সেমির পথে বাংলাদেশ

  • নিউজরুম এডিটর
  • ০৫:২৯ পিএম | ২৪ জুলাই, ২০২৪

নারী এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে দাপটের সঙ্গে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১১৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে তারা। এই জয়ের মাধ্যমে চলতি আসরের সেমিফাইনালের পথে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।

ম্যাচটি জিতলেই সেমির পথে অনেকটা এগিয়ে যাবে দল, এমনটা জেনেই মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। জয়ের জন্যই খেলতে নেমেছেন মুর্শিদা-দিলারা-জ্যোতিরা সেটা তাদের ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিল। নির্ধারিত ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯১ বিশাল পুঁজি পায় বাংলাদেশ।

এদিন টসে জিতে সঠিক সিদ্ধান্তটাই যেন নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে দারুণ সূচনা করেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। দিলারা সাজঘরে ফেরত যাওয়ার পর মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি শুরু করেন ব্যাটিং তান্ডব!

মালয়েশিয়ার বোলারদের নাস্তানাবুদ করে দলীয় ব্যাটিং নৈপুণ্যে মালয়েশিয়াকে ১৯২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। উল্লেখ্য যে, এশিয়া কাপের ইতিহাসে এটিই বাংলাদেশ নারী দলের দলীয় সর্বোচ্চ রান।

ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখান বাংলাদেশের বোলাররা। তাদের বোলিং তোপের মুখে একে একে সাজঘরের পথ ধরেন বিপক্ষ দলের ব্যাটাররা। কেউই নিজের ইনিংস এদিন লম্বা করতে পারেননি। ফলস্বরূপ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস।

এই জয়ের পর বি-গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছেন জ্যোতিরা। তিন ম্যাচে দুই জয়ের সঙ্গে তাদের পয়েন্ট ৪। এই গ্রুপের শেষ ম্যাচে আজ রাত সাড়ে ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেখানে লঙ্কানদের যদি থাইল্যান্ড হারিয়ে দেয় তাহলে নেট রানরেটের মারপ্যাঁচে পড়তে হতে পারে বাংলাদেশকে। তবে আপাতত সেমির পথ অনেকটাই সুগম বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ২০ ওভারে ১৯১/২; মুর্শিদা ৮০, জ্যোতি ৬২*; হান্টার ১-২৭, মাহিরাহ ১-৩৫

মালয়েশিয়াঃ ২০ ওভারে ৭৭/৮; হান্টার ২০, মাহিরাহ ১৫; নাহিদা ২-১৩, রিতুমনি ১-২

ফলাফলঃ বাংলাদেশ ১১৪ রানে জয়ী

ম্যাচসেরাঃ মুর্শিদা খাতুন

খেলার দুনিয়া | ফলো করুন :