ওতামেন্দি-আলভারেজের দারুণ সুযোগ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:০২ পিএম | ২৪ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকের পর্দা উঠবে আগামী ২৬ জুলাই। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার এবারের আসরের পর্দা নামবে ১১ আগস্ট। তার আগে ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধন না হলেও আজ থেকে শুরু হচ্ছে ছেলেদের ফুটবল ইভেন্ট। প্রথম দিন মাঠে গড়াবে ছয়টি ম্যাচ।

ছয় ম্যাচের মধ্যে একটিতে মাঠে নামবে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আফ্রিকান দল মরক্কো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এবারের অলিম্পিকে মূল দলের দুজনকে পাচ্ছে আর্জেন্টিনা। এরা হলেন নিকোলাস ওতামেন্দি ও জুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার প্যারিস অলিম্পিক দলে জায়গা পেয়ে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার অনন্য এক রেকর্ডে ভাগ বসানোর সুযোগ পেয়েছেন ওতামেন্ডি ও আলভারেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পযন্ত ছেলেদের ফুটবলে দুজন ফুটবলার ফিফা বিশ্বকাপ ও অলিম্পিক জেতার কীর্তি গড়েছেন।

এরা হলেন মেসি ও ডি মারিয়া। এই দুই তারকা ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে ২০০৮ অলিম্পিকের পর ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জেতার স্বাদ পান। মেসি- ডি মারিয়ার সঙ্গে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন ওতামেন্দি ও আলভারেজ।

মধ্যপ্রাচ্যের মাটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওতামেন্দি ও আলভারেজের। এবার অলিম্পিকের শিরোপা জেতার সুযোগ এই দুজনের সামনে। সেটা করে দেখাতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছেলেদের ফুটবলে ফিফা বিশ্বকাপ ও অলিম্পিক জেতার সংক্ষিপ্ত তালিকায় প্রবেশ করবেন আকাশী নীল জার্সিধারীদের রক্ষণভাগ ও আক্রমণভাগের এই দুই ফুটবলার।

খেলার দুনিয়া | ফলো করুন :