আবারও সেই ব্যাটিং ব্যর্থতার গল্প

আবারও সেই ব্যাটিং ব্যর্থতার গল্প

চলতি বিশ্বকাপে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষেও সে বৃত্ত থেকে বেরোনো হলো না দলের। আবারও ব্যর্থ দলের ব্যাটিং লাইন আপ। শাহিন আফ্রিদিদের সামনে অলআউট হলো মোটে ২০৪ রান তুলেই।

এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে পাওয়ারপ্লেতে বাংলাদেশ খুইয়েছে ১৩ উইকেট। ইংল্যান্ডের সঙ্গে যুগ্মভাবে যা সবচেয়ে বেশি। সপ্তম ম্যাচে এসে ইংলিশদের পেছনে ফেলল বাংলাদেশ। পাওয়ারপ্লেতে তিন উইকেট খুইয়ে। 

টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুর ধাক্কাটা খায় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তও ফিরেছেন ৪ রান করে। তিনিও ওই শাহিনেরই শিকার।

শুরুর শিকার শাহিন আফ্রিদির উইকেটসংখ্যা নিয়ে গেছে তিন অঙ্কে। ৫১ ম্যাচে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। এরপর চারে নামা মুশফিক শিকার বনে যান হারিস রউফের। ২৩ রান তুলতেই তিন উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

লিটনের সঙ্গে মিলে মাহমুদউল্লাহর ৭৮ রানের জুটি এরপর দলকে কক্ষপথে ফেরায়। তবে লিটন উইকেট ছুঁড়ে দিয়ে ফেরেন চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটির দুয়ার থেকে।

এরপর ফিফটি করা মাহমুদউল্লাহ যখন ফিরলেন শাহিন আফ্রিদির শিকার হয়ে, তখন দায়িত্বটা এসে পড়ে সাকিব আল হাসানের কাঁধে। তিনি তা কিছুটা সামলাচ্ছিলেনও। কিন্তু নড়বড়ে শুরুর পর সাকিব যখনই ছন্দে ফিরছিলেন, উইকেটটা খোয়ালেন তখনই। এরপরই বাংলাদেশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। অলআউট হয় ২০৪ রানে।

সম্পর্কিত খবর