শেষ মুহূর্তের গোলে মুখ রক্ষা আর্জেন্টিনার

শেষ মুহূর্তের গোলে মুখ রক্ষা আর্জেন্টিনার

আর্জেন্টিনার বিশ্বকাপ, সদ্য কোপা আমেরিকা জেতা দলের একাধিক খেলোয়াড় আছেন এই দলে। সেই দলটা কি না অলিম্পিকের প্রথম ম্যাচে হেরেই যাচ্ছিল আরেকটু হলে!

মরক্কোর বিপক্ষে তাদের হারের ব্যবধানটা ২-০ হলেও হতে পারত। তবে শেষমেশ তা হয়নি। কোচ হাভিয়ের মাসচেরানোর দল শেষ বাঁশির ঠিক আগে সমতা ফিরিয়েছে ম্যাচটায়। ২-২ গোলের ড্র নিয়ে অলিম্পিকের প্রথম ম্যাচে মুখরক্ষা করেছে লা আলবিসেলেস্তেরা।

কোচ মাসচেরানো এই অলিম্পিককে লক্ষ্য করেই তার অনূর্ধ্ব ২৩ দলটাকে গোছাচ্ছেন বহু দিন ধরে। এতটাই যে, লিওনেল স্কালোনিকেও খেলোয়াড় দিচ্ছিলেন না, পাছে সুরটা কেটে যায়!

তা না দিয়েও মনে হচ্ছিল সুরটা বুঝি কেটেই গেল! ফ্রান্সের সেঁত এতিয়েঁতে দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না পেরোতেই যে জোড়া গোল করে বসেছিলেন মরক্কোর সুফিয়ান রাহিমি।

আর্জেন্টিনা এর আগ পর্যন্ত নিজেদের হারিয়ে খুঁজেছে রীতিমতো। দ্বিতীয় গোলটা খেয়ে যেন সম্বিত ফিরে পেল মাসচেরানোর দল। ম্যাচের ফেরার গোলটা এল একটু পরই। ৬৮ মিনিটে মরক্কোর জালে বল জড়ালেন গিউলিয়ানো সিমিওনে।

তবে সমতার গোলটা যেন কিছুতেই আসছিল না। অবশেষে এই অপেক্ষা শেষ হয় একেবারে শেষ সময়ে গিয়ে।

গোলটা করলেন ক্রিশ্চিয়ান মেদিনা। এই এক গোলই আর্জেন্টিনাকে এনে দেয় স্বস্তি। দলটা মাঠ ছাড়ে ২-২ গোলের ড্র নিয়ে। নিজেদের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী ২৭ জুলাই, তাদের প্রতিপক্ষ ইরাক।

সম্পর্কিত খবর