ভুটানের ১ এর জবাব ৫ এ দিল বাংলাদেশ
ভুটানের বিপক্ষে নারী ফুটবলে কখনো হার তো দূরের কথা, গোলও হজম করেনি বাংলাদেশ। সেই দলটা আজ হারের শঙ্কাই পেয়ে বসেছিল দলকে। প্রথমার্ধে দলটা পিছিয়ে ছিল ১-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে তার জবাবটা ভালোভাবেই দিয়েছে বাংলাদেশ। ৫-১ গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটান আজ ম্যাচে এগিয়ে যায় ম্যাচের এগিয়ে গিয়েছিল ম্যাচের ১৩ মিনিটে। বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা আর রক্ষণভাগের যোগাযোগের ভুলের সুযোগটা নেন স্বাগতিক অধিনায়ক পেমা শেরিং। সেই এক গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভুটান।
দ্বিতীয়ার্ধে মোসাম্মৎ সাগরিকাকে বেঞ্চ থেকে মাঠে নামান কোচ পিটার বাটলার। তার আস্থার প্রতিদানটা তিনি দেন হ্যাটট্রিক করে। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হওয়া সাগরিকা তাতে জানান দেন, সিনিয়র পর্যায়েও আলো কেড়ে নিতে তৈরি তিনি।
শুধু তিনি নন। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরেন অধিনায়ক সাবিনা আর উইঙ্গার ঋতুপর্ণা চাকমাও। দুজনেই গোলের খাতায় নাম লেখান। যার ফলে বাংলাদেশ ম্যাচটা শেষ করে ৫-১ গোলের দারুণ এক জয় নিয়ে।
কোচ পিটার বাটলারের অধীনে এটাই প্রথম জয় দলের। ২৭ জুলাই পরবর্তী ম্যাচে নিশ্চয়ই পরের জয়টাও তুলে নিতে চাইবে বাংলাদেশ!