ইনজুরি টাইমের গোল ২ ঘণ্টা পর বাতিল, কপাল পুড়ল আর্জেন্টিনার
যোগ করা সময়েও আর্জেন্টিনা তখন পিছিয়ে ২-১ গোলে। ঠিক তখনই ‘গোল’ করে বসলেন ক্রিশ্চিয়ান মেদিনা। তাতে আর্জেন্টিনা মনে করেছিল ম্যাচটা থেকে একটা পয়েন্ট নিয়ে তবেই বেরিয়ে যাচ্ছে তারা। তবে তার ২ ঘণ্টা পর বাতিল হলো সে গোল। তাতে মরক্কোর কাছে অলিম্পিকের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে বসেছে আকাশী-সাদারা।
গতকাল সেঁত এতিয়েঁনে দুই অর্ধে সুফিয়ান রাহিমি করেন জোড়া গোল, পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তার একটা গোলের জবাব ৬৮ মিনিটে গিউলিয়ানো সিমিওনের কল্যাণে দেয় দুই বারের অলিম্পিক সোনাজয়ীরা। এরপর যোগ করা সময়ে মেদিনা মরক্কোর জালে বল জড়ান।
মরক্কোর সমর্থনে গতকাল ম্যাচে হাজির হয়েছিলেন হাজারো মরক্কান সমর্থক। মেদিনার সে গোলের সঙ্গে সঙ্গে সে সমর্থকরা নেমে আসেন মাঠে। বিশৃঙ্খলা এড়াতে দুই দলের খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। তখন বেশ কিছু সংবাদ মাধ্যম জানাচ্ছিল ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে।
তবে আদতে তা হয়নি। পরিস্থিতি ঠাণ্ডা হলে ফাঁকা গ্যালারিতে ২ ঘণ্টা পর আবারও মাঠে গড়ায় ম্যাচটা। ভিএআর পরীক্ষার পর দেখা যায় মেদিনা গোলের আগে বাড়ানো বলটা রিসিভ করেছিলেন অফসাইডে থেকে। যার ফলে বাতিল হয় গোলটা।
এখানেই শেষ নয়। ম্যাচ আরও ৩ মিনিট খেলা হয়েছে। তবে আর্জেন্টিনা আর গোলের দেখা পায়নি। ফলে তাদের ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।