আর্জেন্টিনার হারের পর মেসি বললেন ‘অবিশ্বাস্য’
লিওনেল মেসির এবারের অলিম্পিকে খেলার একটা সম্ভাবনা ছিল। তবে সেটা আর বাস্তবে রূপ নেয়নি শেষমেশ। তবে এবারের অলিম্পিকে না থেকেও মেসি আছেন। তবে সেটা সমর্থক হিসেবে। অলিম্পিকের প্রথম ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় হারের পর ক্ষোভও ঝেড়েছেন তিনি!
গতকাল রাতে সেঁত এতিয়েঁনে মরক্কোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। দুই অর্ধে মরক্কোর সুফিয়ান রাহিমি জোড়া গোল করলে ২ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৬৮ মিনিটে গিউলিয়ানো সিমিওনের গোলে ম্যাচে ফেরে দলটা। এরপর যোগ করা সময়ে মেদিনা মরক্কোর জালে বল জড়ান।
তার ঠিক পর সমর্থকরা নেমে আসেন মাঠে। বিশৃঙ্খলা এড়াতে শেষ বাঁশি না বাজিয়ে দুই দলের খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। তখন বেশ কিছু সংবাদ মাধ্যম জানাচ্ছিল ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে।
তবে আদতে তা হয়নি। পরিস্থিতি ঠাণ্ডা হলে ফাঁকা গ্যালারিতে ২ ঘণ্টা পর আবারও মাঠে গড়ায় ম্যাচটা। ভিএআর পরীক্ষার পর দেখা যায় মেদিনা গোলের আগে বাড়ানো বলটা রিসিভ করেছিলেন অফসাইডে থেকে। যার ফলে বাতিল হয় গোলটা। আর্জেন্টিনা ম্যাচ হারে ২-১ গোলে।
এমন হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসিও অবাক হয়েছেন বেশ। অলিম্পিকে তিনি খেলছেন না, তবে দলের খেলাতে নজর রাখছেন ঠিকই। ম্যাচটা শেষ হতেই তিনি তার ইনস্টাগ্রামে লিখলেন, ‘ইনসলিতো’! যার বাংলা মানে দাঁড়ায় ‘অবিশ্বাস্য’!