সাগরিকাকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ কোচ
সবশেষ সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় বনেছিলেন তিনি। সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও তিনিই তুলেছিলেন ঘরে। এবার মোসাম্মৎ সাগরিকা জাতীয় দলের হয়েও করলেন হ্যাটট্রিক। তাতে ভর করেই বাংলাদেশ ৫-১ গোলে হারিয়েছে ভুটানকে। এমন জয়ের পর কোচ পিটার বাটলার প্রশংসায় ভাসালেন সাগরিকাকে।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে ছিল। এরপর সাগরিকাকে মাঠে নামান কোচ বাটলার। এরপরই খেলার গতি বদলে যায়। একে একে তিনটা গোল করেন সাগরিকা।
তার প্রশংসায় কোচ বাটলার বলেন, ‘সাগরিকা একটা বিশেষ প্রতিভা। আমরা তাকে উইংয়ে ব্যবহার করেছি অনেক দিন ধরে।’
কোন কারণে সাগরিকা আর সবার চেয়ে আলাদা, সেটাও জানালেন কোচ বাটলার। বললেন, ‘আমরা যে ধরনের ফুটবলটা খেলতে চাই, সেটা তার সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়। কারণ সে ৫-১০-১৫ মিটার দূরত্বে বেশ দ্রুতগতিতে ছোটে।’
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে শিগগিরই। আগামী ২৭ জুলাই সিরিজের পরের ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।