ফিফার কাছে বিচার দিল আর্জেন্টিনা
আর্জেন্টিনা এবার অলিম্পিকে গেছে সোনার পদক পুনরুদ্ধারের মিশন নিয়ে। সেই দলটা কি-না প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরেই বসেছে। তাও আবার বিতর্কিত এক সিদ্ধান্তে। এ নিয়ে আকাশী-সাদারা ক্ষোভে ফুঁসছে। এবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানালেন, ফিফার কাছে এ বিষয়টা নিয়ে বিচার দিয়েছে এএফএ।
তিনি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন বিষয়টি। বলেছেন, ‘আমরা এরই মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে। আমরা জানিয়েছে, এ বিষয়ে যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয়। আর যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়।’
নিজের ক্ষোভটাও আড়াল করেননি তাপিয়া। তিনি লিখেছেন, ‘সেঁত এতিয়েঁনে আর্জেন্টিনা যে পরিস্থিতিতে পড়ল, সেটা আক্ষেপের ব্যাপার। দুই ঘণ্টা সাজঘরে আটকে থাকতে হলো। এরপর আবার ওয়ার্ম আপ করে মাঠে নামতে হলো, ম্যাচটা শুরু করতে হলো। অথচ রেফারি খেলা স্থগিত করেছিলেন মরক্কান সমর্থকরা মাঠে ঢোকার কারণে। সহিংসতার কারণে আর্জেন্টাইন প্রতিনিধিরা ভুগল। এমন ঘটনা নিয়মের পরিপন্থী।’
গতকাল আর্জেন্টিনা ২-১ গোলে পিছিয়ে থাকার সময় গোল করেন ক্রিশ্চিয়ান মেদিনা। এরপর দর্শকরা মাঠে ঢুকে পড়লে ম্যাচটা স্থগিত করেন রেফারি। এর প্রায় ২ ঘণ্টা পর আবারও দর্শকদের বের করে দিয়ে মাঠে খেলা গড়ায়। সেখানে মেদিনার গোলটা বাতিল করেন রেফারি, কারণ অফসাইড। আর্জেন্টিনা ম্যাচটা হারে ২-১ গোলে।
ম্যাচ শেষে মাসচেরানো বলেন, ‘আমি বুঝাতে পারব না কী হচ্ছিল। আমরা দেড় ঘণ্টা ড্রেসিং রুমে বসে ছিলাম। তারা আমাদের বলেনি আমাদের কী করতে হবে।’
‘মরক্কান অধিনায়কেরা খেলতে চায়নি, আমরা মাঠে নামতে চাইনি। দর্শকরা আমাদের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারছিল! এটা আমার দেখা সবচেয়ে বড় সার্কাস। আমি জানি না কেন তারা একটা খেলার রিভিউ করার জন্য ১ ঘণ্টা ২০ মিনিট বসে ছিল।’