দ্বিতীয় ম্যাচে একাদশ বদলে ফেলার আভাস বাংলাদেশ কোচের

দ্বিতীয় ম্যাচে একাদশ বদলে ফেলার আভাস বাংলাদেশ কোচের

ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নামবে সম্পূর্ণ আলাদা এক দল নিয়ে, জানালেন কোচ পিটার বাটলার। 

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল বিকেলে বাংলাদেশ শুরুটা করেছিল বেশ বাজেভাবে। রক্ষণের ভুলে গোল হজম করে বসে ১৩ মিনিটে। বিষয়টা মানছেন কোচ বাটলার। তার কথা, ‘আমরা বেশ বাজে কিছু ভুল করেছি, যা আমাদের নিজেদের দোষেই হয়েছে। আমি মনে করি ম্যাচের কিছু সময়ে এমন জায়গায় খেলার চেষ্টা আমরা করেছি, যেখানে আসলে খেলার মতো উপায় ছিল না।’

বাংলাদেশ প্রথমার্ধে ভালো খেলেনি, এর কারণ হিসেবে বাটলার দেখছেন ভুটানকে খানিকটা ভুলভাবে বিশ্লেষণ করাকে। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা এমন একটা দলকে ভুল বুঝেছি, যারা আমাদের চেয়ে অনেক আলাদা ফুটবল খেলে। তারা শারীরিকভাবে বেশ বড়, শক্তিশালীও। আর আমরা বেশি খেলি আমাদের পাসিং আর মুভমেন্ট দিয়ে।’

তবে এরপরও ম্যাচ জিতেছে তার দল। আর তাই দ্বিতীয় ম্যাচে বেশ আলাদা এক দল নিয়ে মাঠে নামতে চাইছেন তিনি। তার কথা, ‘ফলাফল নিয়ে বেশ আনন্দিত। এক ম্যাচ শেষ তবে আমাদের সামনে আরও একটা ম্যাচ আছে। সে ম্যাচে সম্পূর্ণ আলাদা একটা দলও দেখা যেতে পারে। দ্বিতীয় ম্যাচে তরুণদেরকে সুযোগ দেওয়া হতে পারে।’

আগামী ২৭ জুলাই একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সম্পর্কিত খবর