রানে ফিরেই লারা-রানাতুঙ্কাকে ছাড়িয়ে গেলেন সাকিব
বিশ্বকাপের শুরু থেকেই হাসছিল না সাকিব আল হাসানের ব্যাট। আজও পাকিস্তানের বিপক্ষে শুরুতে বেশ ধুকতে হয়েছে সাকিবকে। তবে ঠিকই দলের প্রয়োজনে উইকেটে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। একটা সময় তার ব্যাটেই পাকিস্তানকে বড় সংগ্রহের আভাস দিচ্ছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। সাকিবও ফিরেছেন আশা জাগিয়ে মাত্র ৪৩ রানে।
৬৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার আগে সাকিব অবশ্য নতুন কীর্তি গড়েছেন। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা ও শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুন রানাতুঙ্গাকে।
বিশ্বকাপে এই ৪৩ রানের মধ্যে দিয়ে সাকিবের মোট রান এখন ১২৫০। ৩৫ ইনিংসে এই রান করেছেন সাকিব। এই রানের মধ্যে দিয়ে তিনি পেছনে ফেলেছেন লারার ১২২৫ রান ও এবি ডি বিলিয়ার্সের ১২০৭ রান। উঠে এসেছেন তালিকার সাত নম্বরে। এ তালিকায় সবার ওপরে থাকা শচীন টেন্ডুলকারের রান ২২৭৮।
ওয়ানডে ক্রিকেটে সাকিবের রান এখন ৭৪৮৮। ২৪৬ ওয়ানডেতে এই রান করেছেন তিনি। আর তাতেই তিনি পেছনে ফেলেছেন অর্জুনা রানাতুঙ্গাকে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক ২৬৯ ম্যাচে করেছিলেন ৭৪৫৬ রান। সবমিলিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের তালিকায় সাকিব আছেন ৩৯তম স্থানে।