চামিরার পর ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন তুষারাও
বুধবারই এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, অসুস্থতার কারণে ভারতের বিপক্ষে থাকছেন না দুশমান্তা চামিরা। তার জায়গায় দলের সুযোগ পান আসিথা ফার্নান্দো। চামিরার ছিটকে পড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আরও এক দুঃসংবাদ লঙ্কান দলে। চোটে ছিটকে গেলেন আরেক পেসার নুয়ান তুষারা।
আসন্ন ভারত সিরিজ থেকে তুষারার ছিটকে পড়ার বিষয়টি ক্রিকেট বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে নিশ্চিত করেন লঙ্কানদের টিম ম্যানেজার মাহিন্দা হালানগোদা।
ক্রিকইনফোর প্রতিবেদনটির সূত্রমতে হালানগোদা জানায়, তুষারা গতকাল (বুধবার) ফিল্ডিং অনুশীলনে (পাল্লেকেলেতে) চোট পান। এই ডানহাতি পেসার চোট পেয়েছেন মূলত বাঁ হাতে। এতে বোলিং করতে কোনো সমস্যা না হলেও চোটের পরিস্থিতি বিবেচিনায় তাকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায় না লঙ্কানরা। এখন পর্যন্ত তুশারার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি লঙ্কান ক্রিকেট। তবে প্রতিবেদনটির মোটে, সুযোগ মিলতে পারে আরেক পেসার দিলশান মাদুশঙ্কার।
বৈশ্বিক, মহাদেশীয় বা দ্বিপাক্ষিক সিরিজ, গত বছরের এশিয়া কাপ থেকেই লঙ্কানদের দল এই জুজুতেই ভুগছে, পেসারদের চোটে পড়ার। ভারতে ওয়ানডে বিশ্বকাপেও হয়েছে তাই, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজের আগেও ঘটল না কোনো ব্যতিক্রম।
লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তুষারা। যেখানে নিয়েছেন ১৯টি উইকেট। যার মধ্যে গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ম্যাচেই নেন ৮ উইকেট। দল পুরো ব্যর্থ মিশন কাটালেও বল হাতে বাড়তি নজর কেড়েছেন এই ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার।