মুশফিকের হাফসেঞ্চুরি, লালদল অলআউট ১৩১

মুশফিকের হাফসেঞ্চুরি, লালদল অলআউট ১৩১

শুধু টসে জয়ের সুখটাই পেল বিসিবি লালদল। দিনের বাকি পুরো সময় বিসিবি সবুজের মুখে স্বস্তির হাসি। দুদিনের ম্যাচে প্রথমদিনেই তারা টপকে গেছে বিসিবি লাল দলের স্কোর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে টসজয়ী লাল দল আগে ব্যাটিং করে অলআউট হয় ১৩১ রানে। দলের হয়ে মুশফিক রহিম ৮৪ বলে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন। ৪৩ রানে ৫ উইকেট হারানো দলকে মুশফিকই কিছুটা পথ দেখান। আর ১০ নম্বরে ব্যাট করতে নেমে  শরিফুল ইসলাম ৩৮ বলে ৩০ রান করেন। তাতেই লাল দলের স্কোর কোনোমতে একশ’র ঘর পার করে।

অফস্পিনার নাঈম ইসলাম নিজ মাঠে নিজেকে মেলে ধরেন। ১১.২ ওভারে ৪০ রান খরচায় তিনি ৪ উইকেট পান।

দিনের দ্বিতীয়ভাগে ব্যাট করতে নেমে বিসিবি সবুজ দল সহজেই লাল দলের স্কোর টপকে যায়। দিনটা শেষ করে তারা ৪ উইকেটে ১৪৬ রান তুলে। ‘টেস্ট ব্যাটসম্যান’ মুমিনুল হক ৪৭ রান নিয়ে খেলছিলেন।

সামনের মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রাক-প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে এই দুদিনের ম্যাচ খেলছে বাংলাদেশ দল দু’ভাগ হয়ে।

সম্পর্কিত খবর